উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘাইছড়ি কর্তৃক 'মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ' প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের মাঝে দুই (০২) দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩০ জন কৃষকদের নিয়ে (২৩ ও ২৪ অক্টোবর) যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের হল্রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সেশন পরিচালনা করছেন রাঙ্গামাটি ডিএই এর উপপরিচালক কৃষিবিদ জনাব মোঃ মুনিরুজ্জামান, কৃষিবিদ জনাব আপ্রু মারমা, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, রাঙ্গামাটি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ আসাদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব সিদ্ধার্থ রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস