উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটির উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ০২ (দুই) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রথম দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভার মোট ৬০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্ধার্থ রায়। শেষ দিনে প্রশিক্ষণ ও সমাপনীতে প্রশিক্ষক হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব মো: মুনিরুজ্জামান, উপপরিচালক, ডিএই, রাঙ্গামাটি এবং জনাব আপ্রু মারমা জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, রাঙ্গামাটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস